আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1075

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 জানু. 2009

প্রশ্ন

কামেরা দিয়ে জীবজন্তুর ছবি তুললে সেটা কি ছবি অংকনকারীর গুনাহের পর্যায়ে পড়বে?

উত্তর

অযথা ছবি তোলা একটা অনর্থ কাজ। প্রয়োজন হলে ছবি তুলতে পারেন। আর প্রয়োজন ছাড়া ছবি তুলে প্রিন্ট করলে তার অংকন করার মত গুনাহ বলে আলেমগণ মনে করেন।