আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1062

বিবিধ

প্রকাশকাল: 26 ডিসে. 2008

প্রশ্ন

Assalamu Alaikum. Kemon Achen Vai Apnara? Amar prosno gulo holo :১. মাছবূক মানে কি? জামাতে যদি কোন রাকাত ছুটে যায় তাহলে ইমাম সালাম ফিরানোর পর আমি উঠে পড়বো। তখন কি আমাকে ছানা, আউজুবিল্লাহও পড়তে হবে?
২. আমার ফুপা অসুস্থ। বেশির ভাগ সময় বিছানায় শুইয়ে থাকতে হয়। তাই পবিত্র হয়ে থাকা তার জন্য একটু কষ্টদায়ক হয়। আর আমার ফুপিকে বার বার অপবিত্র কাপড়গুলা ধুতে হয়। যার কারনে কাপড় ধোয়ার সময় ঐ পানি ফুপির কাপড়েও লাগে, কাপড় ধুয়ার সময় উনার কাপড়ে ছিটকাও আসে যা অনেক সময় বুঝাও যায় না। এজন্য সালত পড়ার জন্য বার বার কাপড় পরিবর্তন করতে হয়। এখন ঐ কাপড় পড়েই কি সালাত আদায় করতে পাড়বে অথবা এর সমাধান কি জানাবেন। Assalamu Alaikum. JazakAllahu Khairan.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই আমরা ভাল আছি, আশা করি আপনারাও ভাল আছেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো মুসল্লি যদি জামাতে নামায পড়তে গিয়ে এক বা একাধিক রাকআত না পায় তাহলে ঐ মুসল্লিকে মাসবুক বলে। মাসবুক ব্যক্তি ছানা ও আউযুবিল্লাহ পড়বে। ২। আপনার ফুপির উচিত যখন তিনি নাপাক কাপড় ধুবেন তখন আলাদা কাপড় পরে নিবেন। ধোয় শেষ হলে আবার ভাল কাপড় পরবেন। এছাড়া সামান্য একটু পানি লাগলে কাপড় নাপাক হয় না।