আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1042

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 ডিসে. 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বিভিন্ন ইন্টারনেট সাইটে নিচের হাদীসটির উদ্ধৃত্তি দেয়। হাদীসটির বিশুদ্ধতা জানতে চাই….
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে (কেবল) তার ক্ষমতার কারণে আল্লাহ তাআলা তার অসহায়ত্বই বৃদ্ধি করবেন। যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে তার সম্পদের লোভে, আল্লাহ তাআলা তার দারিদ্র্যই বৃদ্ধি করবেন, যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে তার বংশমর্যাদার কারণে আল্লাহ তাআলা তার হীনতাই বৃদ্ধি করবেন আর যে ব্যক্তি কোন নারীকে বিবাহ করবে নিজ দৃষ্টি সংযতকরণ, চরিত্রের হেফাযত ও আত্মীয়তা রক্ষার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য তার স্ত্রীকে এবং স্ত্রীর জন্য তাকে কল্যাণময় করবেন। (তবারানী, আলআওসাত, হাদীস : ২৩৪২)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত হাদীসটি যয়ীফ জিদ্যান তথা চরম পর্যায়ের দূর্বল হওয়ার ব্যাপারে মুহা্িদ্দসগণ একমত। কোন কোন মুহাদ্দিস জাল বলেছেন। বিস্তারিত জানতে দেখুন, সিলসিলাতুত যয়ীফাহ, হাদীস নং ১০৫৫; আল-ইসলাম সুয়াল ও জওয়াাব, ফতোয়া নং২৩০২০২; মারকাযুল ফাতওয়া, ফাতওয়া নং ৩২২৭২।