আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1041

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 ডিসে. 2008

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। যদি জামাতে বা একা নামাজ পরার পর হটাত মনে পরে যে পরনের কাপড় বা শরীল পাক ছিল না। তখন কি করনীয়?
এই নাপাকি যদি ফরজ গোসল সম্পর্কিত হয় বা পোচ্ছাব বা পায়খানা জনিত হয় তাহলে কি মাসয়ালা ভিন্ন হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। কাপড় বা শরীর নাপাক থাকা অবস্থায় নামায আদায় করলে পূণরায় কাপড় ও শরীর পবিত্র করে নামায আদায় করতে হবে। নামায সহীহ না হওয়ার দিক দিয়ে সব সমান।