আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 724

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 জানু. 2008

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি বাংলায় শিক্ষিত। ভাল আরবি জানিনা। আমাকে ভালো একটি কোরানের তাফসিরে বইএর নাম বলুন যাতে আমি কোরআন সহজে বুজতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, কুরআন ভালভাবে বুঝতে হলে আরবী ভাষা জানার বিকল্প নেই। তাই ভাল হয় যদি আপনি আরবী ভাষা মোটামুটি আয়ত্ব করেন। বাংলা ভাষায় ভাল তাফসীর গ্রন্হ হিসাবে আপনি তাফসীরে ইবনে কাসীরের বাংলা তরজামা পড়তে পারেন। সংক্ষিপ্ত অনুবাদ ও তাফসীরের জন্য শায়খ তকী উসমানী লিখিত তাওযীহুল কুরআন পড়তে পারেন।