আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 712
ত্বহারাত পবিত্রতা
প্রকাশকাল: 11 জানু. 2008
কেউ যদি শুধু ওযুর ফরয আদায় করে (ইচ্ছা করে বা অনিচ্ছাই যেমন- ব্যস্ততার কারণে, কিংবা জামাত শুরু হয়ে গেছে এই কারণে তাড়াতাড়ি করে সে শুধু ওযুর ফরয আদায় করল) তাহলে কি তার ওযু হয়ে যাবে? এরপর সে কি সালাত আদায় করতে পারবে?