আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 706

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 জানু. 2008

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নঃ
১. আমি একবার তাবলিগে গিয়ে একটি দুয়া শিখেছিলাম, তা হল মনজিল করারা দুয়া (কোন স্থানে নেমে কিছু সময় বা দিন থাকার ইচ্ছা)। দুয়াটি হলঃ রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আন্তা খাইরুল মুনজিলিন (সুরা মুমিনুন এর আয়াত), আমার প্রশ্ন দুয়াটি মাসনুন কিনা, দলিল সহ জানতে চাই। ২. ঈদ উপলক্ষে বিভিন্ন market এ raffle draw করছে। (specific amount এর shopping করলে), এটা জায়েজ কিনা? যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু এটা কুরআনের দুআ এবং এক নুহ আ; কে নিরাপদ স্থান গিয়ে আল্লাহ পড়তে বলেছেন তাই আপনি এটা পড়তে পারেন। রাফেল ড্র ্এর বিষয়ে আমি মুফতী কাজী ্ইবরাহীম হা.ফি. ্এর সাথে কথা বলেছি। তিনি বলেছেন, এর থেকে বিরত থাকা উচিৎ। এর মাধ্যমে নিম্নমানের জিনিস বেশী দাম নেয়াসিহ বিভিন্ন ধরণর ধোকা রয়েছে আর ইসলাম যে কোন ধরনের ধোকা থেকে বিরত থাকতে বলেছে তাই এটা বর্জন করা উচিৎ।