আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 513

বিবাহ-তালাক

প্রকাশকাল: 26 জুন 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি জাহিদুল, জনাব আমি জানতে চাচ্ছি যে; একজন সাবালক ছেলে আর একজন সাবালিকা মেয়ে যদি কাজি অফিসে গিয়ে নিজেদের পুর্ণ সম্মতিতে;বিয়ে করে ( তাদের পরিবার এই বিয়ের কথা জানে না) তাহলে কি এই বিয়েটা ইসলামের নিয়ম অনুযায়ী জায়েজ হবে?ঐ ছেলে আর মেয়ে কি নিজেদেরকে স্বামী-স্ত্রী হিসেবে;পরিচয় দিতে পারবে? পুরোপুরি ভাবে স্বামী-স্ত্রী হিসেবে চলাফেরা করতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অভিভাবকের পরামর্শ ছাড়া বিবাহের অনেক ক্ষতিকর দিক রয়েছে। অল্প বয়সী ছেলে-মেয়েরা আবেগের কারণে অনকে সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটা সর্বজন স্বীকৃত। এছাড়া অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ করাকে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। সুতরাং কোন ছেলে-মেয়ের জন্য উচিত নয় অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪১নং প্রশ্নের উত্তর।