আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 485

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 মে 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, ৩ বছর আগে আমি বাবা মা কে না জানিয়ে বিয়ে করি। আমাদের উদ্দেশ্য ছিল হালাল সম্পর্ক করা এবং জিনা থেকে বাঁচা। কিছুদিন আগে বিভিন্ন জায়গা থেকে শুনি এই বিয়ে বৈধ নয়। যেহেতু আমি এবং আমার স্বামী আল্লাহ কে ভয় করি আমরা বিভিন্ন মাদ্রাসার হুজুর দের এ বেপারে জিজ্ঞেস করলে তারা বলে বিয়ে বৈধ। আমরা গুনাহ থেকে বাঁচতে চাই। দয়া করে আমাদের সঠিক ফতোয়া দিন। এবং করনীয় কি জানান।

উত্তর

অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে সাংসারিক জীবনে অনেক অশান্তি হয়। তাই অভিভাবকের অনুমতি ব্যতিত বিবাহ করা উচিৎ নয়। হাদীসে অভিাভাবক ছাড়া মেয়েদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে।তবে একটি সহীহ হাদীসে বলা হয়েছে, الأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا প্রাপ্ত বয়স্ক মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবক থেকে অধিক হকদার। সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৪১। এই হাদীসের ভিত্তিতে অনেক ফকিহ বলেছেন, অভিভাবক ছাড়াও প্রাপ্ত বয়স্ক মহিলারা বিবাহ করতে পারবে। সুতরাং যে সমাজে এই মতটি প্রচলিত সেখানে অভিভাবক ছাড়া বিয়ে হয়ে গেলে এটাকে সহীহ হয়েছে বলেই ধরে নিতে হবে। কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে অভিভাবক ছাড় বিয়ে হবে না এ কথাই বলতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৪১ নং প্রশ্নের উত্তর।