আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 335

নামায

প্রকাশকাল: 30 ডিসে. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: নামাজে রাফউল ইয়াদাইন করা কি রহিত হয়ে গেছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের মধ্যে শুধু প্রথমে একবার রাফয়ে ইয়াদাইন করা এবং একাধিকবার করা দুটোই সহীহ হাদীস দ্বারা প্রমানিত। কোনটিই রহিত হয়ে যায়নি। রাসূলুল্লাহ সা. এর ইন্তেকালের পর সাহাবীদের মধ্যে উভয়প্রকারের আমালই বিদ্যমান ছিল। একাধিতক কার রাফয়ে ইদায়ন রহিত হলে তো কোন সাহাবী এমন আমল করতেন না। দুটো আমলই যেহেতু সহীহ হাদীস দ্বারা প্রমানিত তখন এই নিয়ে বিতর্ক ত্যাগ করা অপরিহার্য্য।