আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 238

নামায

প্রকাশকাল: 24 সেপ্টে. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলঃ ১। জামাতে সালাতের সময় শেষ বইঠকে মুক্তাদি ভুলে শুধু মাত্র তাসাহুদ পরলে (দুরুদ ও মাসুরার দুয়া পরতে ভুলে গেলে) কি করবে? ইমামের সাথে সালাম ফিরিয়ে সালত শেষ করলে কি তার জন্য যথেস্ট হবে? ২. গাইরে মাহারাম মহিলাদের সাথে রাস্থায় দেখা হলে সালাম দেয়ার বিধান জানতে চাই। (এর মাঝে অনেকে বেপরদাও থাকে) আল্লাহ আপনাদের নেক আমলে বরকত দান কারুক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ১। হ্যাঁ, শুধু তাশাহুদু পড়লেই নামায হয়ে যাবে। ২। গায়রে মাহরাম মহিলার সাথে কথা বলার প্রয়োজন হলে সালামের মাধ্যমে কথা শুরু করতে হবে। অন্যথায় গাইরে মাহরাম মহিলাদেরকে সালাম দেয়া থেকে বিরত থাকতে হবে।