আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 179

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 জুলাই 2006

প্রশ্ন

মুহতারাম,আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমার দাদার জমির খাজনা বাকী হওয়ায় তা খাস হওয়ার আশংকা দেখা দেয় যার ফলে আমার দাদা আমার বাবাকে বলে তুই এই জমির খাজনা দিয়ে জমি তোর নামে করে নে। তখন আমার বাবা এই জমির জন্য বেশ কিছু টাকা খরচ করে এবং জমি তার নামে করে নেয় তখন আমার বাবা আমার দাদার সংসারের বড় ছেলে ছিল এবং নিজের টাকা সংসারে খরচ করতো। এখন আমার চাচাগণ ঐ জমি সকলের মধ্যে ভাগ করে দেওয়ার দাবী করছে। এ সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার আব্বার যে টাকা খরচ হয়েছে সেই টাকা কিংবা সেই টাকার পরিমাণ সম্পদ তিনি ওয়ারিসদের থেকে নিয়ে নিবেন। আর জমি সকল ওয়ারিসদের মাঝে ইসলামি আইন অনুযায়ী বন্টিত হবে।