আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 87

লেনদেন

প্রকাশকাল: 26 এপ্রিল 2006

প্রশ্ন

স্যার আমি একটা নিয়োগের ৩টা পরীক্ষার মধ্যে ২টি পরীক্ষায় আল্লাহর রহমতে পাস করেছি। শুধু ভাইভা পরীক্ষা বাকী। এখন গত কয়েক বার নিয়োগে রিপোর্ট যোগাযোগ ছাড়া চাকরী হয়না। যোগাযোগ করে চাকরী হলে যে টাকা আয় হয় তা হালাল হবে কী? এই ভাবে চাকরী হলে তা জান্নাতে যেতে প্রতিবন্ধক হবে কী?

উত্তর

ঘুষ সর্বাবস্থায় হারাম। আপনি যদি কোন কারনে বাধ্য হন তাহলে এর জন্য আল্লাহ কাছে তওবা করবেন। যোগ্যতা থাকা সত্তে¡ও যোগাযোগ ছাড়া চাকরী যদি না হয় তাহলে যোগাযোগের (ঘুষের) মাধ্যমে চাকরী নিলে আশা করা যায় বেতনের টাকা হারাম হবে না তবে ঘুষের গোনাহর জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে।