আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 71

শিরক-বিদআত

প্রকাশকাল: 10 এপ্রিল 2006

প্রশ্ন

আমাদের বাসায় এক মহিলা এসে আমার নানার কাছে ফাতিহার কথা বলে কিছু পানি আর ভাত তরকারি এনে দিল আর ফাতিহা শেষ হওয়ার পর ভাত গুলো রেখে পানি গুলো নিয়ে উনি ছলে গেলেন। এখন এই ভাত গুলো খাওয়া জায়েয কি না?

উত্তর

এটা এক ধরনের মূর্খতাপূর্ণ সুন্নাহ বিরোধী বিদআত কাজ। ফাতিহা নামে কোন অনুষ্ঠান বা আমলের অস্তিত্ব শরীয়তে নেই। সুতরাং এমন অনর্থক কাজ থেকে বিরত থাকা আবশ্যক। আপনার প্রশ্নে বর্নিত ভাতও না খাওয়া উচিৎ। বিস্তারিত জানতে পড়ুন, প্রফেসার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইটি।