আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 4 ফেব্রু. 2006

প্রশ্ন

আস- সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, কবর, মাজার, রওজা এবং জিয়ারত এগুলো কি আরবী শব্দ? তাহলে এগুলোর সহজ-সরল বাংলা অর্থগুলো কী হবে এবং এগুলোর সংজ্ঞাগুলো কী হবে দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নে উল্লেখিত শব্দগুলো আরবী। নিচে শব্দগুলোর অর্থ দেয়া হল। জিয়ারত = পরিদর্শন করা, সাক্ষাত করা । মাজার = পরিদর্শনস্থল। যে সমস্ত ওলী আওলিয়াদের কবর জিয়ারতের উদ্দেশ্যে মানুষ সেখানে গমন করে থাকে মাজার বলতে আমরা সে সমস্ত কবর স্থানকে বুঝে থাকি।কবর = যেখানে মৃতব্যক্তিকে দাফন করা হয়। রওজা = বাগান, কবর।