আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7207

পবিত্রতা

প্রকাশকাল: 16 ফেব্রু. 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি মেয়ে। সাধারণত আমার স্বপ্নদোষ হয় না। ইদানিং বেশি ধার্মিক হতে চাচ্ছি। যখন যে কাজ থেকে বেশি দূরে থাকতে চাই, সেটাই বেশি ঝেকে বসে। ইদানিং ঘুমে বা তন্দ্রা অবস্থায় মাঝেমাঝে আমি শুধু চুমু খাওয়া বা আরেকটু সামান্য বেশি খারাপ দেখি। বারবার উঠে মাথা ঝেরে দোয়া পড়ে ঘুমালে আবারো দেখি। টয়লেটে যাওয়ার পর খুব ভেজা দেখিনা, কিন্তু কম পরিমাণ মেয়েদের সাধারণ সাদা স্রাব দেখি। এমতাবস্থায় কি গোসল ফরয হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  না, গোসল ফরজ হবে না। ওযু করতে হবে। কাপড়ে বা শরীরের কোথাও লাগলে পরিস্কার করে পবিত্র করে নিবেন।