আসসালামু আলাইকুম আমি একটি ইসলামী সংগঠন করি। আম্মু আব্বু জানে না হয়ত জানলে করতে দিবেনা। আমি সেখানে মানুষকে নামাজ, ইসলাম ও সংগঠন নিয়ে বোঝাই ও অসৎ কাজের নিষেধ করি । তো একদিন স্কুলে এভাবে কাজ করে বাসায় আসতে দেরি হয় আব্বু জিজ্ঞেস করলে আমি তাকে বলি যে, স্যার দেরিতে ছুটি দিছে। ( যদিও বলতে খারাপ লেগেছে আমি মিথ্যা না বলার সর্বচ্চ চেষ্টা করি ) আমাকে অনেক ভাই বলেন যে, ইসলামের জন্য মিথ্যা বললে সমস্যা নেই।
তো শায়খ আমার প্রশ্ন ‘‘ইসলামের জন্য মিথ্যা বললে সমস্যা নেই”। উক্তিটি কি সঠিক ?
আর ২য় প্রশ্ন যেহেতু আমি দ্বীনের জন্য কাজ করছি এক্ষেত্রে আব্বু আম্মু নিষেধ করলে কি করনীয়?
বিঃ দ্রঃ যাতে আর মিথ্যা বলতে না হয়। তাই ঐ দিনের পর আমি আর দেরি করে বাসায় আসি না। স্কুল ছটি হলেই বাসায় চলে আসি।