আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7199

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 ফেব্রু. 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ইদুল আজহাতে ক্বোরবানী করার জন্য একটি খাসি পুষছিলাম, খাসিটি মরে গেছে। এখন কি একটি খাসি কিনে ক্বোরবানী করলে যথেষ্ট হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এখন একটি পশু কিন কুরবানী করলেই হবে।