আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7196

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 জানু. 2025

প্রশ্ন

একজন  লোক একটা কম বেতনের চাকরি করে। তার বেতনের টাকা থেকে মানুষকে হেল্প করতে পারে না। তার তেমন সঞ্চয় ও নেই, তার চাকরির পিএফ ফান্ড থেকে লোন নিয়ে  যদি ব্যাংকে সে ১ লাখ টাকা রেখে তার উপর পাওয়া মাসিক ১২০০/১৩০০ টাকা দিয়ে কোন ঋণগ্রস্ত/অসহায়/গরীব আত্মীয় স্বজনকে সাহায্য করেন। তাহলে কি গুনাহ হবে? জায়েজ হবে কি? সে এটা থেকে কোনো সওয়াব এর আশা করে না।

উত্তর

জ্বী, গুনাহ হবে। বিনা প্রয়োজনে হারামে লিপ্ত হওয়া যাবে না, হারামে সহযোগিতা করা যাবে না।  তার দান-সদকা করার মতো হালাল টাকা না থাকলে দান-সদকা করবে না। লোন নিয়ে ব্যাংকে টাকা রেখে সেটা গরীবদেরকে দেওয়ার কোন দরকার নেই। যার যতটুকু সামর্থ্য সে তার হালাল টাকা থেকে ততটুকু দান করবে। না, পারলে সমস্যা নেই।