আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7186

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 জানু. 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম। সাক্ষী ছাড়া বিবাহ করলে বৈধ হবে কি না? এভাবে বিবাহ করে তালাক দিলে সেই তালাক বৈধ হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাক্ষী ছাড়া বিবাহ করলে বিবাহ কার্যকর বা সহীহ হয় না। সুতরাং এমন বিবাহের তালাকও গ্রহনযোগ্য নয়। এভাবে সাক্ষী ছাড়া বিবাহ করলে নতুন করে সঠিক নিয়মে বিবাহ করতে হবে।