আস- সালামু আলাইকুম। বাসায় গায়রে মাহরাম থাকে কিন্তু বাসার ভেতর গায়রে মাহরাম এর সাথে পর্দা করে না, এমন আত্নীয়কে বাসায় দাওয়াত দেওয়ার বিধান?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন অস্পষ্ট। কোন বাসায় পর্দা করে না তা স্পষ্ট নয়। যদি আপনার বাসায় এসে পর্দা না করে, তার জন্য পর্দা রক্ষা করতে সমস্যা হয় তাহলে তাকে দাওয়াত দেয়া যাবে না। আর যদি তার নিজ বাসায় পর্দা না করে তাহলে আপনার বাসায় দাওয়াত দিতে সমস্যা নেই।