আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7177

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 জানু. 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম.. আমি ২০১৯ সালে চাকরির সুবাদে বাসা থেকে বাইরে অবস্থান করছিলাম। মোবাইলে আমার স্ত্রীর সাথে বাকবিতন্ডায় এক সময় আমি প্রচন্ড রাগ আর অভিমানে দুই তালাক দেই। এই ঘটনার বেশ কিছুদিন পর আবারো মোবাইলে রাগারাগীর এক পর্যায়ে আমি রাগ আর ক্ষোভে এক সাথে তিন তালাক উচ্চারণ করি। এমনটা করার কারণ হচ্ছে আমি জানতাম বা আমরা ছোট বেলা থেকে জেনে এসেছি যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়না সেটা যতবারই হোক না কেন। কিন্তু এখন আমি জানতে পারলাম যদি কেউ মজার ছলেও তালাক দিয়ে ফেলে তাহলে তালাক হয়ে যায়। এজন্য আমি খুবই অনুতপ্ত এবং অনেকবার তওবা করেছি। যদিও বা এই তওবা কার্যকর নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো ওই সময় ইসলামিক ঐ শরিয়া এবং বিধির উপর প্রতিষ্ঠিত ছিলাম কেননা এরকম শরিয়া বা বিধি আমাকে পর্যন্ত  পৌঁছায়নি। তারমানে আমি ওইটার উপরেই আমল করেছি। এখন যখন জানতে পারলাম আসলে ওটা শরীয়া নয় এতদিন ভুল জেনে এসেছি। এখন খুবই অনুতপ্ত এবং লজ্জিত। এমতাবস্থায় একদিকে প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয় অন্যদিকে মহান আল্লাহতালার শাস্তির ভয়। আমাকে যা জানানো হয়েছে আমি সেই অনুযায়ী আমল করেছি বা ভুল করেছি। এখন যেটা জানছি সেটা জানা থাকলে তো কখনো এরকম উচ্চারণও করতাম না। দয়া করে আমাকে শরীয়া সমাধান দিবেন ইনশাআল্লাহ।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি কোন অনুমোদিত ও  বিশ্বাসযোগ্য সোর্স থেকে জেনেছেন যে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না? প্রতিটি জ্ঞানের অনুমোদিত ও  বিশ্বাসযোগ্য সোর্স থেকে জানতে হবে। চিকিৎসা বিদ্যার সোর্স যদি হয় প্রকৌশলী তাহলে তো যেমন গ্রহনযোগ্য নয় তেমনি আপনি ধর্মীয় জ্ঞান যথাযথ  জায়গা থেকে না নেওয়ার কারণে আপনার পূর্বে জ্ঞানের কোন মূল্য নেই। যদি সাধারণ কোন আলেমের থেকেও জ্ঞান অর্জন করতেন তাহলে নিশ্চিতভাবে জানতে পারতেন যে, রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়। আর তালাক মানুষ রাগরে মাথাতেই দেয়, ঠান্ডা মাথায় কেউ তালাক দেয় না। দেশের আইনেও যদি আপনি কোন অন্যায় করেন আর সে আইন সম্পর্কে আপনি অবহিত না থাকেন তবুও সেটা অন্যায় হিসেবেই গণ্য হবে। ‘আমি জানি না’ এ কথা বলে শাস্তি থেকে রেহায় পাবে না। শরীয়াহ আইন যখন জানার পর্যাপ্ত সুযোগ আছে তখন জানি না বলে লাভ হবে না। সুতরাং আপনাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন একসাথে থাকা সম্পূর্ণ হারাম। নতুন করে বিয়ে করার কোন সুযোগ নেই। যদি এই মহিলার অন্য কোথাও বিয়ে হয়, সেই স্বামী যদি মারা যায় বা তালাক দেয় তাহলে কেবল আপনি তাকে পূনরায় বিবাহ করতে পারবেন। এছাড়া আর কোন পথ নেই।