আসসালামু আলাইকুম।
১।স্বামী যদি তার স্ত্রী কে রেগে বলে,আমার অনুমতি ছাড়া কোনদিন বাজারে গেলে সেইদিনই তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এবং পরে তার ভূল বুঝতে পারে তাহলে কি স্বামী তার শর্ত ফিরিয়ে নিতে পারবে?
২।আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আমার ভাইয়ের শশুরবাড়ি গিয়েছিলাম।আমাদের এখানে দুটি বাজার ১।স্টেশন বাজার আর ২। নিচাবাজার। ভাইয়ের শশুর বাড়ির উভয় বাজারের ওপর দিয়ে মেইন রাস্তা আছে যেখান দিয়ে যেতে হয়।যাওয়ার সময় মাঝে মাঝে স্টেশন বাজারে গাড়ি পাল্টাতে হয় আবার কোনো দরকার হলেও পাল্টাতে হয় আর যখন গাড়ি একবারে বাসস্ট্যান্ড পর্যন্ত যায় তাহলে পাল্টানো লাগে না। তো আমরা যাওয়ার সময় আমার মায়েদের মিষ্টি কেনার প্রয়োজন থাকায় স্টেশন বাজারে নামি আর রাস্তার পাশেই যেই দোকান সেই দোকানে দাড়া। দাঁড়ানোর কিছুক্ষণ পরে আমার প্রয়োজনীয় একটা জিনিস কেনার জন্য যেখানে দাঁড়িই তার থেকে কয়েকটা দোকান সামনে গিয়ে কিনে আসি।সেই দেকানও রাস্তার পাশেই।এখন আমার প্রশ্ন :আমি কি আমার স্বামী শর্ত ভঙ্গ করে ফেলছি?আমাদের কি তালাক হয়ে গেছে? আমার স্বামী বাজার বলতে মনে মনে নিচাবাজারকে বুঝিয়েছেন