আসসালামু আলাইকুম। ফরজ বা সুন্নাত যেকোনো নামাজে কি সুরা সিরিয়াল মোতাবেক পড়া লাগে? যেমন উদাহরন স্বরূপ ৪ রাকাত সুন্নাতে সুরা লাহাব তারপর সুরা ইখলাস, ফালাক,নাস এইভাবেই পড়া লাগবে? নাকি,প্রথম রাকাতে সুরা নাস পড়ে যেকোনো সুরা পড়া যাবে। সিরিয়াল ছাড়া পড়লে কি নামাজ হবে না?