আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7146

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 নভে. 2024

প্রশ্ন

হজ্জ বা উমরাহের ক্ষেত্রে কোন নারী তার হাজব্যান্ডের উপস্থিতিতে তার (উক্ত নারীর) শ্বশুরের সাথে একই রুমে অবস্থান এবং রাত্রিযাপন করতে পারবে কিনা? শরীয়াহ অনুমতি দেয় কিনা?

কোন ছেলের জন্য তার পিতামাতার মধ্যে কার দোয়া বেশি গুরুত্বপূর্ণ?  আল্লাহ কার দোয়াকে বেশি প্রাধান্য দেন?

উত্তর

শ্বশুর যেহেতু মাহরাম সেহেতু এক ঘরে তার স্বামীর উপস্থিতিতে মহিলারা প্রয়োজনে থাকতে পারে, ঘুমাতে পারে। তবে এমন না করা উচিত। যেহেতু এটা একটি স্পর্শকাতর বিষয় আর শয়তান মানুষের চিরশত্রু তাই কষ্ট হলেও, টাকা পয়সা একটু বেশী খরচ হলেও আলাদা ঘরে থাকা অধিকতর উত্তম। ২। সন্তানের জন্য সবার দুআ সমান গুরুত্বপূর্ণ। তবে আল্লাহ ভয় যার মধ্যে যত বেশী আল্লাহর নিকট তিনি ততো সম্মানিত। সে হিসেবে বাবা-মায়ের মধ্যে যিনি অধিক তাকওয়ার অধিকারী তার দুআ বেশী গুরুত্বপূর্ণ হতে পারে।