আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7138

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 নভে. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম,  আমার বয়স ২৮, আমি একটি ছেলেকে পছন্দ করি, ছেলে ৬মাস মতো হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেছে সে, এখন ছেলের বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আমার বাবা এই সম্পর্ক মেনে নিবেই না,, পরে ১ বছর পর এখন বলতেছে ছেলে বিসিএস ক্যাডার হইলে তবেই মেনে নিবে আর ততোদিন আমাদের অপেক্ষা করতে হবে। আর না হলে নিজেরা একাই বিয়ে করে নিতে হবে। ছেলে বিয়ে করতে রাজি,  এই অবস্থায় আমাদের করনিও কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বাবার কথা কাজ অযৌক্তিক। ২৮ বছরের মেয়েকে বিয়ে না দেয়া মুসলিম সমাজে অস্বাভাবিক কাজ। দ্রুত বিবাহ দেয়া তার জন্য আবশ্যক।   মেয়েদের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয় না, এটাই অধিকতর বিশুদ্ধ অভিমত। কোন কোন ফকিহ, বিশেষত হানাফী মাজহাবে বিবাহ বিশুদ্ধ হতে অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। যে সমস্যার মধ্যে পড়েছেন তার সুষ্ঠ সমাধান না হলে দ্বিতীয় মত অনুযায়ী বিয়ে করতে পারেন পাপ থেকে বাঁচার জন্য। তবে সবচেয়ে ভালো হলো আপনারা এখনই এই পাপ থেকে মুক্ত হয়ে, এই সম্পর্ক  ছিন্না করে নিজ নিজ পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক কাজ করা। তবে আপনার পরিবারকে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। জেদ ধরে বসে থাকলে হবে না।