আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7135

বিবিধ

প্রকাশকাল: 14 নভে. 2024

প্রশ্ন

পাত্রপক্ষ একটি মেয়েকে দেখতে এসে কিছু টাকা দিয়েছিল হাদিয়া হিসেবে। পাত্রের বাবা সরকারি চাকুরিজীবী ছিল। পাত্রের চাকরিও একটা সুদী কোম্পানিতে।পাত্রদের বিল্ডিং আছে ও অন্যান্য সম্পত্তিও আছে; এগুলো সম্ভবত পাত্রের বাবার করা,  যা সরকারি চাকুরিজীবীর একার আয় দিয়ে গড়ে তোলা প্রায় অসম্ভব ।  মেয়েটির প্রবল  ধারণা পাত্রপক্ষ তাকে যে টাকা দিয়েছে, তাতে হারাম মিশ্রিত আছে। এখন মেয়েটি এ টাকাটা দিয়ে কি বই বা এ ধরণের কিছু কিনতে পারবে? প্রশ্নটা জরুরী, অনুগ্রহ করে উত্তর দেবেন।

উত্তর

জ্বী, বই বা যে কোন জিনিস কিনতে পারবে। পাত্রীর ধারণা অমূলক।