ফুটপাতে ব্যবসায় করা যেহেতু নিষিদ্ধ, সেহেতু ফুটপাত থেকে কিছু কেনা কি জায়িয হবে?
উত্তর
মানুষের যোগাযোগের রাস্তায় বাধা সৃষ্টি করা যাবে না, এটা অন্যায় কাজ। তবে ফুটপাতে দোকান দিলে যানযট সৃষ্টি হয়, ভোগান্তি হয়। এটা থেকে বিরত থাকা উচিত। তবে সেখানে থেকে কিছু কিনলে না জায়েজ হবে না, বিরত থাকা ভালো।