আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7119

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 নভে. 2024

প্রশ্ন

পিতা মাতা প্রতিবেশীর বেপর্দা ও বেনামাজি মেয়েকে বিবাহ করতে জোড় করলে ছেলের করণীয় কি?

উত্তর

বিবাহ করবে না, আল্লাহর হুকুমের বাইরে বাব-মায়ের হুকুম মান্য করা যাবে না। নামায না পড়লে সে আর মুসলিম থাকতে পারে না। আর বেপর্দা নারী তার স্বামীসহ জাহান্নামে যাবে, সুতরাং বাবা-মায়ের হুকুম এখানে অকার্যকর। তাদের ইসলামী বিধানগুলো বুঝাতে হবে। তারা বুঝবে ইনশাআল্লাহ।