আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7110

নামায

প্রকাশকাল: 6 নভে. 2024

প্রশ্ন

‘সালাতের মধ্যে প্রথম রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতের সূরাহ বড়ো হলে কি সাহু সিজদাহ্ দিতে হবে? এবং ঠিক কোন কোন কারণে সাহু সিজদাহ্ দেয়া যায়?  ফরজ তরক করে ফেললে কি করা যায়?

আর ‘সালাতে খিনযিব শয়তানের থেকে বাঁচতে কিভাবে দু’আ’ পড়তে হয়?

— অনুগ্রহ করে জানাবেন।

উত্তর

না, দ্বিতীয় রাকআতে বড় সূরা পড়লে সাজদায়ে সাহু দিতে হবে না। কোন ওয়াজিব বাদ পড়ে গেলে (যেমন প্রথম বৈঠকা না করে উঠে পড়ছেন)  বা ফরজ আদায়ে বিলম্ব হলে (যেমন এক সাজদা দিয়ে ভুল করে  উঠে পড়েছেন, পরে আরেক সাজদা দিয়েছেন।) সাজদায়ে সাহু দিতে হয়। নামাযের মধ্যে যে শয়তান ধোকা দেয় তার নাম খিনযিব। নিচের হাদীসটি লক্ষ্য করুন:

– حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ الْبَاهِلِىُّ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى عَنْ سَعِيدٍ الْجُرَيْرِىِّ عَنْ أَبِى الْعَلاَءِ أَنَّ عُثْمَانَ بْنَ أَبِى الْعَاصِ أَتَى النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِى وَبَيْنَ صَلاَتِى وَقِرَاءَتِى يَلْبِسُهَا عَلَىَّ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ্র ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خِنْزِبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلاَثًا قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّى

অর্থ: উসমান ইবনে আবিল আস রা. রাসূলুল্লাহ সা. এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার এবং আমার সালাত ও তেলাওয়াতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সালাতকে সন্দেহপূর্ণ করে দেয়। তখন রাসূলুল্লাহ সা. বললেন, ওটা শয়তান, তার নাম খিনযিব যখন তুমি এমনটি অনুভব করবে তখন আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করবে (আউযুবিল্লাহ পড়বে) এবং বাম দিবে তিনবার থুঁতু ফেলবে। তিনি বলেন, আমি এমন করতাম আর আল্লাহ আমার থেকে তাকে দূর করে দিতেন। সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৬৮। সুতরাং শয়তান সালাতের ভিতর প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উপরুক্ত আমল করতে হবে। আউযুবিল্লাহ পড়তে হবে, এবং বাম দিকে হালকা করে থুতু ফেলার মত করবেন। এমন ভাবে ফেলবেন না যে, পাশের লোকের শরীর বা মসজিদ নোংরা হয়।