আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7107

হালাল হারাম

প্রকাশকাল: 28 অক্টো. 2024

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম, আমার স্বামী একটা কম্পানীতে চাকরি করে,
তার ওই কম্পানীর কাজের জন্য অনেক ট্রাক ভাড়া করতে হয়, এখন সে যেখান থেকে ট্রাক ভাড়া করে তারা তাকে ৫০% প্রফিট শেয়ার করতে চায়, তার সাথে, এখন যদি আমার স্বামী এবং ভেন্ডর ৫০%,৫০% প্রফিট শেয়ার করে তা হলে কি সেই প্রফিটের টাকা টা হালাল হবে?
এবং কোন ভেন্ডর থেকে গাড়ি নিবে না নিবে তা সম্পূর্ন অফিস থেকেই সিদ্ধান্ত নেয়। সে শুধু রেট জানায় এর রেট এতো এর রেট এত। পরবর্তীতে সিদ্ধান্ত অফিস থেকেই আসে। এই টাকা কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেসব ভেন্ডর থেকে ট্রাকভাড়া করবে প্রতিটি থেকেই যদি আপনার স্বামী অর্ধেক টাকা লাভ পান তাহলে এটা জায়েজ হবে না, এমন করলে ঐ কোম্পানী ক্ষতির সম্মুখিন হবে। কারণ লাভ যখান ভাগাভাগি হবে তখান স্বাভাবিকভাবেই আপনার স্বামী চাইবে ভাড়ার টাকা বেশী বলতে। তবে যদি শুধু একটা ভেন্ডারের সাথে তার ব্যবসায়িক চুক্তি হয় এভাবে যে, যত ট্রাক ভাড়া দিবে তার লাভের অর্ধেক তিনি পাবেন (ভাড়া যেখানেই দিক না কেন) তাহলে জায়েজ হবে। শুধু তার কোম্পানী ভাড়া নিলে লাভ পেলে সেটাও জায়েজ হবে না। চাকুরীর বিনিময়ে এমন সুবিধা ভোগ করতে গেলে কোম্পানীর ক্ষতি হওয়ার প্রবল সম্ভবনা থাকে।