আসসালামু ওয়ালাইকুম, আমার স্বামী একটা কম্পানীতে চাকরি করে,
তার ওই কম্পানীর কাজের জন্য অনেক ট্রাক ভাড়া করতে হয়, এখন সে যেখান থেকে ট্রাক ভাড়া করে তারা তাকে ৫০% প্রফিট শেয়ার করতে চায়, তার সাথে, এখন যদি আমার স্বামী এবং ভেন্ডর ৫০%,৫০% প্রফিট শেয়ার করে তা হলে কি সেই প্রফিটের টাকা টা হালাল হবে?
এবং কোন ভেন্ডর থেকে গাড়ি নিবে না নিবে তা সম্পূর্ন অফিস থেকেই সিদ্ধান্ত নেয়। সে শুধু রেট জানায় এর রেট এতো এর রেট এত। পরবর্তীতে সিদ্ধান্ত অফিস থেকেই আসে। এই টাকা কি হালাল হবে?