আসসালামু আলাইকুম। বডি স্প্রে ব্যাবহার করলেও কি সোয়াব পাওয়া যাবে যেমন আতর ব্যাবহারে পাওয়া যায়? আতর না ব্যাবহার করে বডি স্প্রে ব্যাবহার করা কি নিন্দনীয় যেহেতু আতর একটি সুন্নাত।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। বডি স্প্রেও সুগন্ধি। সুতরাং বডি স্প্রে ব্যবহারেও সুন্নাত আদায় হবে, সওয়াব হবে। আতর, বডি স্প্রে বা যে কোন সুগন্ধি ব্যবহার করলেই সুন্নাহ আদায় হবে।