ধর্মীয় অনুভুতি মানুষেরজন্গত সহজাত অনুভূতি। একে নির্মূল করা যায় না এবং নির্মূলের প্রচেষ্টা বুমেরাং হয়। একে সঠিক ও স্বাভাবিক খাতে প্রবাহিত না করতে পারলে তা কখনো কুসংস্কার, ধর্মান্ধতা ও অনৈতিকতার জন্ম দেয় এবং কখনো উগ্রতার জন্ম দেয়।
-প্রফেসর ড. খোনদকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.