অহংকার সকল ক্ষেত্রেই ধ্বংসাত্মক অনুভূতি। তবে তা যদি ইবাদত কেন্দ্রিক হয় তবে তা আরেো বেশি ক্ষতিকারক। নিজেকে ভালো দীনদার মনে করা শয়তানের অন্যতম চক্রান্ত। পাশাপাশি যদি নিজে অন্য কোান মুসলিমের চেয়ে বেশি দীনদার মনে করা হয় তাহলে ধ্বংসের ষোলোকলা পূর্ণ হয়।
-প্রফেসর ড. খোন্দকার আব্দল্লাহ জাহাঙ্গীর রাহ.