আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7095

আদব আখলাক

প্রকাশকাল: 21 অক্টো. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, কাউকে কৃতজ্ঞতা জানাতে কি বলতে পারি এবং বারাকাল্লাহু ফি হায়াতিকা কি শুধু পুরুষ বচন নাকি নারী পুরুষ উভয় ক্ষেত্রেই ব্যাবহার করা যাবে? নারীদের ক্ষেত্রে কি বারাকাল্লাহু ফি হায়াতিকা বলব নাকি বারাকাল্লাহু ফি হায়াতিকি বলব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক্ষেত্রে যে কোন একটা বললেই হবে। এখানে বচন তেমন কোন বিবেচ্য বিষয় নয়। দুআ হিসেবে “বারাকাল্লাহু ফি হায়াতিকা” সবার জন্য ব্যবহার করা যাবে।