আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

দু‘আর সময় শাহাদত আঙ্গুলির ইশারা

দু‘আর সময় শাহাদত আঙ্গুলির ইশারা
দু‘আর আরেকটি মাসনূন পদ্ধতি দু‘আর সময় ডান হাতের শাহাদত আঙ্গুলি উঠিয়ে কিবলার দিকে ইশারা করা। সালাতের মধ্যে ও সালাতের বাইরে দু‘আর সময় এভাবে ইশারা করার বিষয়ে কতকগুলো হাদীস বর্ণিত হয়েছে। এক হাদীসে ইবনু আব্বাস রাযিআল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
اَلْمَسْأَلَةُ أَنْ تَرْفَعَ يَدَيْكَ حَذْوَ مَنْكِبَيْكَ أَوْ نَحْوَهُمَا وَالاسْتِغْفَارُ أَنْ تُشِيرَ بِأُصْبُعٍ وَاحِدَةٍ وَالابْتِهَالُ أَنْ تَمُدَّ يَدَيْكَ جَمِيعًا
“প্রার্থনা করা এই যে, তুমি তোমার দুই হাত তোমার দুই কাঁধ বরাবর বা কাছাকাছি উঠাবে। আর ইস্তিগফার এই যে, তুমি তোমার একটি আঙ্গুল দিয়ে ইশারা করবে। আর ইবতিহাল বা কাকুতি মিনতি করে প্রার্থনা করা এই যে, তুমি তোমার দু হাতই সামনে এগিয়ে দেবে।” হাদীসটি সহীহ।
1আবূ দাউদ (৮-কিতাবুল বিতর, ২৩-বাবুদ দু‘আ) ২/৭৯, নং ১৪৮৯, (ভা ১/২০৯), ইবনুল আসীর, জামিউল উসূল ৪/১২৭-১২৮; আলবানী, সহীহু আবী দাউদ ৫/২২৭।
বিভিন্ন হাদীসে শুধু একটি আঙ্গুল, ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে কিবলার দিকে ইশারা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার সময়, বিশেষত সালাতের মধ্যে দু‘আর সময় আঙ্গুলটি সোজা কিবলামুখী করে রাখতেন এবং নিজের দৃষ্টিকে আঙ্গুলের উপরে রাখতেন। তিনি এ সময় আঙ্গুল নাড়াতেন না।
2বিস্তারতি দেখুন: মুসনাদু আবী উওয়ানাহ ১/১/৫৩৯; মুসতাদরাক হাকিম ১/৭১৯; মাজমাউয যাওয়াইদ ১০/১৬৭-১৬৮; আউনুল মা‘বুদ ২/৩০৫, ৪/২৫২; মুনাবী, ফাইদুল কাদীর ১/১৮৪।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.