আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7052

আকীদা

প্রকাশকাল: 19 সেপ্টে. 2024

প্রশ্ন

বাবা-মা মারা গেছেন। তাদের হক নষ্ট করে ফেলেছি।এখন খুবই অনুতপ্ত। অনেকেই বলেন বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না। আমার প্রশ্ন যার কাছে মাফ চাইতে হবে তিনি বেঁচে না থাকলে তো আর মাফ চাওয়া সম্ভব না,তখনও কি এটা তওবার শর্ত।সেক্ষেত্রে তো হক নষ্টের ক্ষেত্রে তওবার একটা শর্ত পূরণ হচ্ছে না। তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তওবা কবুল করবেন?

উত্তর

বান্দার হক নষ্ট করলে তার কাছে ক্ষমা  চাইতে হবে এটাই স্বাভাবিক নিয়ম। আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও কোন ভাবে সেটা সম্ভব না হলে আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। যাদের হক নষ্ট হয়ে হয়েছে তাদের পক্ষ থেকে বেশী বেশী দান-সদকাহ করবেন, তাদের জন্য দুআ করবেন।