আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7039

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 9 সেপ্টে. 2024

প্রশ্ন

আজ থেকে ৩ বছর আগে আমি পেশাব করে পানি নিতাম না, তাই সাভাবিকভাবেই গায়ে পেশাব ফোটা লেগে অপবিত্র হতো, তখন মলত্যাগ করে বের হওয়ার সময় গামছা পেঁচিয়ে বের হতাম, বের হওয়ার সময় যেহেতু গায়ের কিছুটা অংশ ভিজা থাকতো এবং তার উপর এই গামছা পড়ে বের হতাম তাই স্বাভাবিকভাবেই ভিজা গা গামছার সাথে স্পর্শ লাগায় গামছা অপবিত্র হতো,, ৩-৪ বার এমন গামছা পেচিয়ে বের হয়েছিলাম,,, তখন এইসব খেয়াল করতাম না,, আগে সচেতন ছিলাম না কিন্তু এখন থাকি, কিন্তু এখন সেই কথা মনে হয় মনে হচ্ছে যে আমার সম্পূর্ণ ঘর ই অপবিত্র হয়ে গিয়েছে, কারণ সেই অপবিত্র গামছা পরবর্তীতে ব্যাবহার করা হয়েছে , যদিও এই ৩ বছর এ গামছা ধুয়া হয়েছে অনেকবার,, কিন্তু সাথে সাথে ই তো আর ধুয়া হয় নাই,,এখন আমার করণীয় কি? সেই অপবিত্র গামছা যেহেতু অপবিত্রতা লাগার পরও ব্যবহার করা হয়েছে তাই ভিজা হাত সেই গামছায় লেগেছে পরবর্তীতে আরো কত জায়গায় সেই ভিজা হাত লেগেছে সাভাবিকভাবেই,, সেই সকল জায়গাও কি নাপাক?

উত্তর

আপনি নাপাকি নিয়ে মানসিক সমস্যায় ভূগছেন। ঐ গামছা নিয়ে এতো চিন্তা করার দরকার নেই। আপনি পবিত্র হয়ে পবিত্র জায়গায় নামায আদায় করবেন। পবিত্র জায়নামায বিছিয়ে নামায আদায় করবেন। কোথায় কী নাপাক হয়েছে এই সব নিয়ে একদম চিন্তা করবেন না। নামাযের জন্য এগুলো জানার কোন প্রয়োজন নেই।