আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নেত্তর 7024

বিবাহ-তালাক

প্রকাশকাল: 12 আগস্ট 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

একটা প্রাপ্ত বয়স্ক ছেলে একটা প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়ে রাজি হয় আর ৩ বার কবুল বলে, ওদের বিয়েতে ৩ জন সাক্ষী ছিল (২ জন মেয়ে, ১ জন ছেলে) ছেলে তখনই মেয়েকে মোহর দিয়ে দেয়। এবং ২ জন ২ জনের বাসায় অবস্থান করে, কিন্তু মাঝে মাঝে সহবাস করে। পরবর্তীতে যখন জানতে পারে এভাবে বিয়ে হয় না (মেয়ের অলির সম্মতি ছাড়া, বিয়ে বাতিল হয়) তাই তারা আলাদা হয়ে যায় এবং তওবা করে কিন্তু তালাক নেয় না। কিছু মাস পর, মেয়ের পরিবার মেয়ের সম্মতি নিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দেয়।

বিয়ের ৩ মাস পর ছেলের পরিবার ব্যাপারটা জানতে পারে এবং যাচাই করে দেখে হানাফী মাযহাব অনুযায়ী এভাবে বিয়ে হয়, কিন্তু বাকি ৩ মাজাব অনুযায়ী বিয়ে বাতিল। পরে তারা একটা মুফতির সাথে আলোচনা করে এবং সে মাসআলা দেয় হানাফী মাযহাব অনুযায়ী আগের বিয়ে হয়েছে , ২য় বিয়ে হয়নি। তাই আগে ১ম স্বামী থেকে তালাক নিয়ে, ইদ্দত সম্পূন্ন করে, বিয়ে করতে। এখন প্রথম স্বামী থেকে তালাক নেয়া হয়েছে।

কিন্তু যেহেতু প্রথম স্বামীর সাথে আগেই থাকা হয়নি, তাই এখন ও প্রথম স্বামীর বাসায় ইদ্দত পালন করছে না। কিন্তু সে কি এখন ২য় স্বামীর বাসায় থেকে ইদ্দত পালন করলে হবে?

 

উত্তর

দ্বিতীয় স্বামী এখন আদৌ তার স্বামী নয়। সুতরাং সেখানে ইদ্দত পালনের চিন্তা অবান্তর। প্রথম স্বামীর বাড়িতে যদি ইদ্দত পালনের সুযোগ না থাকে বাপের বাড়িতে ইদ্দত পালন করবে। অথবা আত্মীয়দের মধ্য থেকে যেখানে সুবিধা হয় সেখানে।