আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7018

রোজা

প্রকাশকাল: 1 আগস্ট 2024

প্রশ্ন

অনিচ্ছাকৃত (ঘুমিয়ে গেলে) ইফতার করতে দেরি হলে কোনো সমস্যা আছে কি? সুবেহ সাদিক শুরু হলে আজান চলাকালীন পানি পান করলে রোজা হবে কিনা?

উত্তর

অনিচ্ছাকৃত ইফতার করতে দেরি হলে রোজার কোনো সমস্যা হবে না। আজান চলাকালীন পানি পান করলে রোজা হবে না। যদি আজান সঠিক সময়ে হয়ে থাকে।