আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7011

বিবিধ

প্রকাশকাল: 13 জুলাই 2024

প্রশ্ন

আস–সালামু আলাইকুম,

আমার দাদা দুই বিয়ে করেছেন আমার বাবা যখন ছোট আমাদের দাদা তাকে সব সম্পত্বি লিখে দিয়ে মারা গেছেন, এখন আমরা আল্লাহর আইনে আমার সৎ কাকাকে তার সম্পদ বুঝিয়ে দিতে চাই।

কিন্তু আমার সৎ কাকা আমাদের নামে কেইস করে সেই সম্পদ নিতে চায়, কিন্তু আমরা সহজেই তাকে দিতে চাচ্ছি তিনি সহজে নিতে চাচ্ছে না।

এখন যদি কোর্ট আমাদের সম্পদ দিয়ে দেয় পুরোটাই যেহেতু দাদা আগেই লিখে দিছে এটা নেওয়া কি ঠিক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার দাদাকে যদি এই মহাপাপের সাজা থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনার চাচাকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। কোর্ট আপনাদের পক্ষে ফয়সালা দিলেও তাকে তার প্রাপ্য সম্পদ আপনারা দিয়ে দিবেন। তবে আপনারা তাকে তার প্রাপ্য সম্পদ দিতে চাওয়ার পরও কেন সে আদালতে যাচ্ছে তা বোধ্যগম্য নয়। এলাকার ভাল মানুষেদের দিয়ে তাকে বুঝানোর চেষ্টা করুন।