আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7005

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 জুলাই 2024

প্রশ্ন

আমার স্বামী আমাকে আমার বাবার বাড়ি রেখে গেছে ৬ মাস হবে, বিয়ের পরও আমি আমার বাবার বাড়ি থেকেছি ৩ বছরের মত পড়াশোনার জন্য। আমার শশুর বাড়িতে থাকতে পারি না, আমার শ্বাশুড়ি বিভিন্ন অজুহাতে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আমাকে বাবার বাড়িতে থাকতে বলে। আমার ননদ আছে পড়াশোনা ডিস্টার্ব হয় আমার বাচ্চার জন্য। আমার মাও বাড়ি ছেড়ে যেতে বলে, আমার বাবা নাই, তার খরচ চালাতে এজন্য সমস্যা হয়। স্বামীকে বললে সামর্থ্য নেই বলে অথচ মাসে একটা মোটা অংকের টাকা তার বাবা-মাকে দেয় আমি তার সাথে থাকতে চাই কিন্তু বোঝায় যাতে আমি আমার বাসায় থাকি, এখন আমার করণীয় কি? আমি আমার স্বামীকে বোঝাতে গেলে রাগ করে।

উত্তর

বিয়ের পর আপনার দায়িত্ব আপনার স্বামীর। আপনাকে তার কাছে রাখা তার জন্য আবশ্যক। বিষয়টি তাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে অক্ষম হন তাহলে তার কাছে গ্রহনযোগ্য কোন ব্যক্তি দ্বারা তাকে বুঝাতে হবে। যদি আপনি আপনার বাবার বাড়িতে থাকেন তবুও তার উপর আবশ্যক হলো আপনার খরচ দিয়ে দেয়া। সামর্থ্য নেই বলার সুযোগ নেই। স্বামীর উপর স্ত্রীর ভরন-পোষন দেয়া আবশ্যক। আপনি বিভিন্ন তাকে বুঝানোর চেষ্টা করুন। আর ধৈয্য ধরে দোয়া করুন, এক সময় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌।