আমার স্বামী আমাকে আমার বাবার বাড়ি রেখে গেছে ৬ মাস হবে, বিয়ের পরও আমি আমার বাবার বাড়ি থেকেছি ৩ বছরের মত পড়াশোনার জন্য। আমার শশুর বাড়িতে থাকতে পারি না, আমার শ্বাশুড়ি বিভিন্ন অজুহাতে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং আমাকে বাবার বাড়িতে থাকতে বলে। আমার ননদ আছে পড়াশোনা ডিস্টার্ব হয় আমার বাচ্চার জন্য। আমার মাও বাড়ি ছেড়ে যেতে বলে, আমার বাবা নাই, তার খরচ চালাতে এজন্য সমস্যা হয়। স্বামীকে বললে সামর্থ্য নেই বলে অথচ মাসে একটা মোটা অংকের টাকা তার বাবা-মাকে দেয় আমি তার সাথে থাকতে চাই কিন্তু বোঝায় যাতে আমি আমার বাসায় থাকি, এখন আমার করণীয় কি? আমি আমার স্বামীকে বোঝাতে গেলে রাগ করে।