আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7006

শিরক-বিদআত

প্রকাশকাল: 8 জুলাই 2024

প্রশ্ন

হিন্দুদের পাঠা বলি দেওয়ার জন্য যে ছুরি ব্যবহার করা হয় ঐ ছুরি দিয়ে মুসলমানদের গরু, ছাগল,  জবাই করা যাবে কি না জানতে চাই?
অর্থ্যাৎ যে বস্তুু শিরক ও কুফরি কাজে জড়িত হয় বা ব্যবহার করা হয়। ঐ বস্তুু একজন ইমানদারের পক্ষে -ব্যবহার করা,সংরক্ষণ করা, ক্রয় বিক্রয় করা কি শরিয়ত সম্মত?

উত্তর

মুসলিমদের কি ছুরির এতো অভাব পড়ে গেলে যে, হিন্দুদের বলি দেয়া ছুরি দিয়ে পশু জবেহ করত হবে। এগুলো করলে শিরকের প্রতি এক ধরণের সন্তুষ্টি প্রকাশ করা হবে। সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে। যে বস্তুু শিরক ও কুফরি কাজে জড়িত হয় বা ব্যবহার করা হয় ঐ বস্তুু একজন ইমানদারের পক্ষে -ব্যবহার করা,সংরক্ষণ করা, ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ।