আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6979

জুমআ

প্রকাশকাল: 9 জুন 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। জুমআর খুতবার সময় দুই রাকাত নামায পড়তে হয়,  এই মর্মে কোন সহিহ আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে প্রবেশ করে দুই রাকআত নামায আদায় করা সুন্নাত। হাদীসে এসেছে খুতবার সময় একজন সাহাবী রা. মসজিদে প্রবেশ করলে রাসূলুল্লাহ সা. এই দুই রাকআত সুন্নাত পড়তে আদেশ দিয়েছেন। খুতবার সময় নামায আছে, বিষয়টি এমন নয়। عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ ‏”‏ أَصَلَّيْتَ يَا فُلاَنُ ‏”‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏”‏ قُمْ فَارْكَعْ জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (কোন এক) জুমু’আর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমনি সময় এক ব্যাক্তি আগমণ করল। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন, হে অমুক! তুমি কি নামায আদায় করেছ? সে বলল, না; তিনি বললেন, উঠ, নামায আদায় করে নাও। সহীহ বুখারী, হাদীস নং ৮৮৩।