আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6830

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

আমার বাসা রংপুরে, এখানে একটি মসজিদ আছে যার ভিতরের এক সাইডে এক পীর এবং তার স্ত্রীর কবর রয়েছে। কবরটি এমনভাবে রয়েছে যে শেষের কাতারে কেউ নামাজ পড়লে সে যখন সিজদা দেয় তখন কবরটি তার সামনে পরে। সহজ করে বললে কবর দুটি মসজিদের চার দেওয়ালের ভিতরে রয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া জায়েজ হবে???

উত্তর

 রাসূলুল্লাহ সা. বলেছেلعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبياءهم مساجد

‘‘ইয়াহুদী নাসারাদের উপর আল্লাহর অভিসম্পাত। তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে’’ সহীহ বুখারী, হাদীস নং ৩২৬৭রাসূলুল্লাহ সা. আরো বলেছেন,ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبياءهم مساجد ألا فلا تتخذوا القبور مساجد فاني أنهاكم عن ذلك.

‘‘সাবধান, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। সাবধান, তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদেরকে এ কাজ করতে নিষেধ করছি।’’ সহীহ মুসলিম, হাদীস নং ৫৩২।

যদিও মুসল্লিাদের নিয়ত কবরকে সাজদা করা না হয় তবুও এখানে নামায থেকে বিরত থাকা আবশ্যক। কারন এটা কবরকে সাজদার দেয়ার সাথে সাদৃশ্যপূর্ণ।