আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6727

বিবাহ-তালাক

প্রকাশকাল: 17 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটা মেয়েকে পছন্দ করেছি। মেয়েটা দেখতে খুব বেশি ফর্সা/লম্বা নয়। তার বয়স ২৪ আমার বয়স ২৭।  এখন প্রশ্ন হচ্ছে আমার বাবা মা তাকে বিয়ে করাতে রাজি নয়। কারন তার বয়স বেশি। এদিকে আমি তাকে বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমার করনীয় কি? আমি যদি বাবা মায়ের অমতে  তাকে বিয়ে করি, এতে আমার পাপ হবে কি না? শরীয়ত কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পিতা-মাতার পরামর্শ অনুযায়ী চলা আপনার জন্য সব দিক থেকে নিরাপদ। তাদের অমতে বিয়ে শাদী করা ঠিক হবে না। এই বয়সে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার অবস্থা থাকে না, ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন সমস্যার ভিতর দিয়ে যেতে হয়, সুতরাং পিতা-মাতার বিপরীতে নিজে কোন সিদ্ধান্ত নিবেন না।