এজন্য আমার অনুরোধ হল যে, এইঅশালীন সংস্কৃতি আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, বাণিজ্যের জন্য, সেগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি হল, ‘কেনো, কেনো, খাও, ফুর্তি করো, মেতে ওঠো।’ এখানে কোনো ত্যাগ নেই, আছে শুধু ভোগের কথা। আছে মানুষকে পশু বানানোর কথা, মানুষ বানানোর কোনো কথা নেই।

তবে দুঃখজনক ব্যাপার হল, এই সংস্কৃতি সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে আছে। আমরা এটা গোড়া থেকে উল্টাতে পারব না। কারণ, টাকা, শক্তি, স্যাটেলাইট— সব তাদের হাতে।
কিন্তু আমাদের ঈমান, আমাদের সন্তানেরা তো আমাদের হাতে। কাজেই আমরা এগুলোকে বর্জন করব। আমাদের সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখব। সন্তানদেরকে নিজেরা সাথে রাখব, সময় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত আমাদের পরিবার, পরিজন, সন্তানদেরকে এই অশালীনতার ঢেউ থেকে রক্ষা করুন। আমীন।