আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

উচ্চতর হাদীস গবেষণা বিভাগের সাবেক তালিবে ইলমদের মুযাকারা মজলিস

জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ-এর উচ্চতর হাদীস গবেষণা বিভাগের
সাবেক তালিবে ইলমদের মুযাকারা মজলিস
স্থান : উলূমুল হাদিস বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ।
الحمد لله وسلام على عباده الله الذين اصطفى، أما بعد :
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) সকল ধারার উলামায়ে কেরাম ও দ্বীনদার লোকজন নিয়ে চলতেন। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ও আধুনিক শিক্ষিতদের মধ্যে সমন্বয়ের চেষ্টা করতেন। এ লক্ষ্যেই তিনি ঝিনাইদহ ও পার্শ্ববর্তী অঞ্চলের কওমী ও আলিয়া ধারার ছাত্রদের যোগ্য আলিম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৪৩৩ হিজরীতে ‘উচ্চতর হাদীস গবেষণা বিভাগ’ প্রতিষ্ঠা করেন। যেখানে মনোরম ও উপযোগী ব্যবস্থাপনায় কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন ছাত্ররা পড়াশুনা করছে।
জামিআতুস সুন্নাহ ঝিনাইদহ’র উলূমুল হাদিস বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত (১৪৩৩ হিজরী-১৪৪২ হিজরী/ ২০১১ খ্রিষ্টাব্দ-২০২১ খ্রিষ্টাব্দ;) ফারেগীন তালিবে ইলম ভাইদের সাথে ইজতিমায়ী মুযাকারা মজলিসের সুযোগ হয়ে উঠেনি। কিছু তালিবে ইলম বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন এবং মজলিসের ইনতিযাম করার দরখাস্ত করেছেন।
উক্ত আহবানে সাড়া দিয়ে আজ ১১-ই মার্চ মোতাবেক ২৬-ই রজব, বৃহস্পতিবার (সকাল ১০টা থেকে আসর পর্যস্ত) একটি মুযাকারা মজলিসের ইনতিযাম করা হয়েছে।
উক্ত মজলিসে যারা শরিক থাকবেন:
  • শাইখ যাকারিয়া বিন আব্দুল ওয়াহ্হাব। মুশরিফ, উলূমুল হাদিস [উচ্চতর হাদীস গবেষণা বিভাগ।
  • শাইখ মুশাহিদ আলী চমকপুরী। মুশরিফ, দা’ওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ।
  • জামিআতুস সুন্নাহ-এর কিতাব বিভাগের (বালক ও বালিকা শাখার) প্রধানগণ।
  • বিগত প্রায় দশ বছরের (সাবেক ও বর্তমান) শিক্ষার্থীবৃন্দ।
আরযগুযার
জনাব আব্দুর রহমান সালাফী
সেক্রেটারী, আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.