জাদুর ক্ষেত্রে সূরা ফালাক ও সূরা নাস এর ব্যবহার ও জিনগ্রস্থ ব্যক্তির ক্ষেত্রে জিনকে চলে যেতে বলা ছাড়া অন্য কোনো কথা রাসূলুল্লাহ সা. বলেননি। কুরআনের আয়াত তিলাওয়াত করা, জিনের পরিচয় জিজ্ঞাসা করা, জাদু বিষয়ক তথ্যাদি জেনে নেয়া ইত্যাদি কোনো কিছুই সুন্নাত দ্বারা প্রমাণিত নয়।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
রাহে বেলায়াত, জানুয়ারি ২০২১ ঈসায়ী, পৃ. ৬১৮