আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

Question: 48: ojor sara mohilara bose namaj porte pare kina?

Ojor sara mohilara bose namaj porte pare kina

প্রশ্ন-৪৮: ওযর ছাড়া মহিলারা বসে নামায পড়তে পারে কি না?

উত্তর: গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকে মহিলাদের ওয়ায করতে পারলাম না। আপনারা জানেন না, মহিলারা ইবাদত করতে চায়, কিন্তু সুযোগ পান না প্রশ্ন করার। যাই হোক, ফরয নামায দাঁড়িয়ে পড়া ফরয। ওযর ছাড়া কোনো মহিলা যদি ফরয নামায বসে পড়েন, নামায হবে না। নামায আদায়ই হবে না।

সুন্নাত-নফল নামায বসে পড়লে অর্ধেক সাওয়াব হবে। কাজেই, মহিলারা অবশ্যই ফরয নামায দাঁড়িয়ে পড়বেন। আর এই উপলক্ষে আরেকটা জরুরি কথা বলি- যদিও প্রশ্ন করেননি- ফরয নামায, সুন্নাত নামায, নফল নামায- সকল নামাযে মহিলারা লক্ষ রাখবেন, কপালের চুল থেকে থুতনি পর্যন্ত, দুই কানের মধ্যবর্তী জায়গাটুকু এবং কব্জি পর্যন্ত- এই জায়গাটুকু বাদে শরীরের কোনো অংশ যদি বেরিয়ে থাকে, অন্ধকার ঘরে যদি একাও নামায পড়েন, তবুও নামায ভেঙে যাবে।

কাজেই শাড়ি পরে যে মহিলারা নামায পড়েন, খুব সাবধান থাকবেন, শাড়ি পরে নামায হয় না। শাড়ি পরে যত ভালো করেই ঢাকেন, রুকু-সিজদা করতে গেলেই খুলে যায়। শাড়ি একেবারেই অনৈসলামিক পোশাক। মহিলারা সব সময় সালোয়ার কামিজ, বড় ওড়না পরবেন অথবা বড় ম্যাক্সি নিচে পাজামা বা সায়া, উপরে ওড়না পরবেন। সব সময়। এটা সুন্নাত এবং ফরয পোশাক। আর নামাযে তো অবশ্য।

এগুলো পরে নামায পড়বেন। মহিলা সাহাবিরা নামাযের সময় জিলবাব বা বোরকা পরে নিতেন। নামাযটা যেন সহীহ সুন্দর হয়। আর যারা শাড়ি পরেই পড়বেন, অবশ্যই শাড়ির উপরে বড় চাদর, বড় হাতাওয়ালা ব্লাউজ পরে নামায পড়বেন। নইলে নামায হয় না। কনুই-টনুই সব বেরিয়ে যায়।

আর এই পর্দা কিন্তু শুধু নামাযে নয়। এই পর্দা আপনি আল্লাহর সামনে নামাযে করছেন। তাহলে বাইরের বেগানা পুরুষদের সামনে কীভাবে পর্দা করতে হবে- এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.